মার্কিন মুলুকে ভেঙে পড়ল সেতু, মৃতের সংখ্যা বাড়ছে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভেঙে পড়ল ফুটব্রিজ৷ দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থল ফ্লোরিডা৷  বিবিসি জানাচ্ছে, ব্রিজটি ভেঙে পড়েছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে৷ ব্রিজের তলায় চাপা পড়েছেন অনেকে৷ স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃতি করে বিবিসি’র রিপোর্ট, নিহতের সংখ্যা বেশ কয়েকজন৷

এএফপি জানাচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ফ্লোরিডা হাইওয়ে পুলিশের মুখপাত্র আলেজান্দ্রো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বেশ কয়েকজন নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না।’ অন্তত পাঁচ থেকে ছয়টি গাড়ি সেতুটির নিচে চাপা পড়ে আছে বলে তিনি জানান।

সেতুটি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। গত শনিবারই এটি স্থাপন করা হয় বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে দেওয়া হয়েছে। আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন।

Print Friendly

Related Posts