মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী এখন চীনে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী এখন চীনে । মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে চীনে পৌঁছেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

চীনের সানাইয়া শহরে পৌঁছালে মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা ঐশীকে স্বাগত জানান। স্বপন চৌধুরী বলেন, ঐশী এখন সানাইয়া শহরে আছেন। ইতোমধ্যে গ্রুমিংয়ে অংশ নিয়েছেন। ঐশী জানান, সবকিছুই ঠিকঠাক মতো চলছে।গ্রুমিংয়ে মনোযোগ দিয়েছি। এরই মধ্যে কয়েকটি দেশের প্রতিযোগীর সঙ্গে পরিচয় হয়েছে। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী।

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৮তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যদি থাকবে বিভিন্ন সেগমেন্ট। সবকিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ঐশীকে বিদায় জানান স্বপন চৌধুরী।

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন স্থায়ীয় মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ থেকে। ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষা নিতে। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু করেন। তখনই জানতে পারেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন করার খবর। এরপর নাম নিবন্ধন শেষে ডাক পান। সেখান থেকেই শুরু। শেষ পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন হন।

Print Friendly

Related Posts