মোটরগাড়ি পেলেন ইমরান এইচ সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে মোটরগাড়ি প্রতীক পেলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পরাভীন প্রতীকের নমুনা তার হাতে তুলে দেন।

এ সময় নির্বাচনে অংশ নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশনার কাগজপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করলে বৈধ প্রার্থী ঘোষণা করেন তিনি।

এর আগে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকার ক্রমিক নম্বর ভুল থাকায় তা বাতিল করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পরাভীন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, সামান্য ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করলেও উচ্চ আদালতের নির্দেশানায় নির্বাচনে অংশ নিতে পারছি। সেই মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছি মোটরগাড়ি।

Print Friendly

Related Posts