মোবাইল ফোনে নতুন কলরেট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মোবাইল ফোনে একই অপারেটর এবং অন্য অপারেটরে আলাদা কলরেটের নিয়ম বদলে যাচ্ছে। এখন থেকে সব মোবাইলের জন্য প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আজ সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে নতুন এই কলরেট চালু হবে।

একই সঙ্গে মোবাইল অপারেটরদের সঙ্গে অন্যান্য অপারেটরদের ইন্টারকানেকশন চার্জ পুনর্নির্ধারণ করে আজ চিঠি পাঠানো হয়েছে চার অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে।

এর আগে গত সাত বছর ধরে একই অপারেটরে (অন-নেট) ফোন কলের জন্য প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ পয়সা ট্যারিফ প্রযোজ্য ছিল। অন্য অপারেটরে (অফ-নেট) ট্যারিফ ছিল ৬০ পয়সা।  এখন থেকে গ্রাহক যে অপারেটরেই কথা বলুক না কেন, প্যাকেজ, সময় আর ট্যারিফ প্ল্যানভেদে  প্রতি মিনিটে খরচ হবে ৪৫ পয়সা থেকে ২ টাকার মধ্যে। পাশাপাশি আগের মতোই ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে।

Print Friendly

Related Posts