যতদিন ধনবৈষম্য ততদিন শ্রমিক শ্রেণীর লড়াই-সংগ্রাম : গণতন্ত্রী পার্টি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মে দিবসে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু’র সভাপতিত্বে এক সমাবেশ ও সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাবুল দে, কানন আরা, সম্পাদকমন্ডলীর সদস্য মিনহাজউদ্দিন সেলিম, কমল ঘোষ, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ গনি, কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব ঐক্যের সভাপতি খাইরুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম জামান, ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মঞ্জুরুল কবির মিল্লাত, আতাউর রহমান বাবুল, ইদ্রিস আলী মোল্লা ও মহাজন প্রমুখ।

সভায় বক্তাগণ, শ্রমিকদের জন্য রেশনিং কার্ড প্রথাসহ ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা করার দাবি করেন। তাদের স্বাস্থ্য ও সন্তানদের শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, যতদিন ধনবৈষম্য থাকবে ততদিন শ্রমিক শ্রেণীর লড়াই-সংগ্রাম চলবে।

Print Friendly

Related Posts