যশোরের উপজেলা চেয়ারম্যান মুন্নির ৬ বছর জেল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার-৭ এর বিশেষ জজ শহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

সাবিরা সুলতানা মুন্নি পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

jessore-munni

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি যশোর বিমানবন্দর থেকে তিনি গ্রেফতার হয়েছিলেন। ওইদিন তিনি ঢাকায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। যশোরের দুটি নাশকতা মামলায় তাকে আটক করা হয়। এ দুই মামলায় পলাতক অজ্ঞাত আসামিদের মধ্যে এবং নাশকতার জন্য অর্থ যোগানদাতাদের তালিকায় মুন্নির নাম আসে।

Print Friendly

Related Posts