যারা প্রকৃতিকে ভালবাসে, তাদের ভালবাসুন: জাবি ভিসি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘যারা প্রকৃতিকে ভালবাসে, তাদেরকে ভালবাসুন। তাঁদের প্রতি যত্নবান হতে হবে এবং প্রণোদনা দিতে হবে।’

শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ন্যাচার কনজারভেশন ইনিসিয়েটিভ (এন.সি.আই) আয়োজিত ‘ন্যাচার ফেস্টিভ্যাল-২০১৮’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির ভাষণে তিনি আরও বলেন, ‘প্রকৃতি বৈরী আচরণ করলে মানুষ প্রকৃতির মমত্ব অনুধাবন করতে পারে। প্রকৃতিকে ধ্বংস করলে মানুষ ক্ষতির সম্মুখীন হয়। এ জন্য প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে।’

এন.সি.আই-এর সভাপতি জহিরুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, এন.সি.আই-এর উপদেষ্টা অধ্যাপক ড. মনোয়ার হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, গণিত বিভাগের অধ্যাপক শরীফ হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts