রবি ও বেঙ্গল প্রুপ অব ইন্ডাস্ট্রি’র মধ্যে চুক্তি সই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিস’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করতে রবি’র দ্রুত গতির ৪.৫জি ডেটা সংযোগ এবং উচ্চমানের ভয়েস সেবা উপভোগ করতে পারবেন।

রাজধানীতে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিস’র কর্পোরেট হেড-কোয়ার্টারে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিস’র অঙ্গ প্রতিষ্ঠান রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’র সিইও কেএম আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

স্বাক্ষর শেষে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিস’র ডিরেক্টর হুমায়ুন কবীর (বাবলু) চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিস’র অঙ্গপ্রতিষ্ঠান লিনেক্স ইলেক্ট্রনিকস বিডি লিমিটেড’র সিইও এস এম সালাউদ্দিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেনসহ রবি’র এন্টারপ্রাইজ বিজনেস টিমের উচ্চপদস্থ কর্মকর্তারা ।

Print Friendly

Related Posts