রবীন্দ্রনাথ আমাদেরও : বিশ্বভারতীতে শেখ হাসিনা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হল বাংলাদেশ ভবনের৷ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷

বাংলাদেশ ভবনের উদ্বোধনের পর নিজের বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মতো বাংলাদেশের কবি হিসেবে উল্লেখ করলেন তিনি৷ বললেন, ‘‘রবীন্দ্রনাথ শুধু ভারতের নন৷ রবীন্দ্রনাথ আমাদেরও৷’’ তাঁর বাড়িতে রবীন্দ্র-চর্চা নিয়ে বাবার সঙ্গে কাটানো স্মৃতিও উল্লেখ করলেন তিনি৷

ভারত সরকারের প্রশংসা করেন তিনি৷ ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছিল, সেকথাই এদিন বারবার ফিরে এসেছে হাসিনার মুখে৷ একই সঙ্গে বর্তমান সরকারের আমলে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়কেও তিনিও বলেছেন ঐতিহাসিক৷ ওই ঘটনার পর তাঁর মনে একাত্তরের স্মৃতি ফিরে এসেছিল বলে জানিয়েছেন তিনি৷

অন্যদিকে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১৯৭১ সালে কীভাবে ভারতবাসী বাংলাদেশের পাশে দাঁড়িয়য়েছিলেন, সেকথাও উঠে এল মোদীর ভাষণে৷ তাই তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের মানুষ সেই সময় যে যন্ত্রণা পেয়েছেন৷ তা অনুভব করেছেন এপারের বাসিন্দারাও৷’’

একই সঙ্গে মোদী উল্লেখ করেছেন কীভাবে ভারত সরকার প্রতি মুহূর্তে বাংলাদেশের পাশে রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রে কীভাবে বাংলাদেশকে সাহায্য করছে ভারত সরকার৷ মোদী উল্লেখ করেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে একে অপরকে সাহায্য করার কথা৷ বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবার উন্নতিতে ভারতের সাহায্যের কথা৷

Print Friendly

Related Posts