রাজধানীর তিনটি ব্যস্ততম স্থানে বড় পর্দায় বিশ্বকাপ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাত্র কয়েক ঘন্টা পর মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপ। আজ মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছে স্বাগতিক রাশিয়া ও সউদী আরব।

এই ম্যাচসহ রাশিয়া বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত মোট ৬৪টি ম্যাচ বড় পর্দায় ঢাকার ফুটবলপ্রেমীদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দল সাইফ স্পোর্টিংয়ের ফ্যান ক্লাব নিজস্ব অর্থায়নে রাজধানীর তিনটি ব্যস্ততম স্থানে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করেছে।

স্থানগুলো হলো-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়, মতিঝিল বানিজ্যিক এলাকা ও তেজগাঁও রেল স্টেশন। রাজধানীর ফুটবল অনুরাগীদের কথা বিবেচনা করেই তাদের এমন উদ্যোগ।

Print Friendly

Related Posts