রোমে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : বাংলাদেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়ক আর নিরাপদ দেশের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করেছে।
রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভেনেসিয়ায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে রোমের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। তারা বলেন, বাংলাদেশে কোমলমতি ছাত্র-ছাত্রীদের উপর নগ্ন হামলার বিচার চাই আমরা। আন্দোলনে যাবার কারণে যে ২২ জন ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে-অবিলম্বে ঐ ছাত্রদের মুক্তি দাবি করেন রোমের এই শিক্ষার্থীরা।ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ চলাকালে বিপুলসংখ্যক পুলিশকে তাদের নিরাপত্তা দিতে দেখা গেছে।
পরিবহন আইন মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা বলেছে,আমরা সকল আইনের বাস্তবায়ন চাই।ট্রাফিক সপ্তাহ চলার সময়ও পুলিশ ঘুষ নিচ্ছে বাংলাদেশের মিডিয়ায় প্রচারিত সংবাদে হতাশা প্রকাশ করে ইতালির ছাত্র-ছাত্রীরা বলেছে,আমর নিরাপদ সড়কের পাশাপাশি একটি নিরাপদ দেশও চাই।
Print Friendly

Related Posts