লাইফ সাপোর্টে হাত হারানো রাজীব

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।

ঢাকা মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের প্রধান ড. শামসুজ্জামান জানান, ভোরে রাজীবের শ্বাসকষ্ট হচ্ছিল। এর নানা কারণ হতে পারে। ঘটনার সময় তাঁর মাথায় প্রচণ্ড লেগেছে।

গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। বিআরটিসির দোতলা বাসের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন রাজীব। এমন সময় স্বজন পরিবহনের আরেক বাস ওভারটেক করার চেষ্টা করে। দুই বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের হাত। ঘটনার পরপরই শমরিতা হাসপাতালে নেওয়া হয় তাঁকে। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

এদিকে, দুই বাসচালকের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৪ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।

ঘটনার পর দুই বাসচালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা এখন কারাগারে।

Print Friendly

Related Posts