শেখ হাসিনার অধীনেই একাদশ সংসদ নির্বাচন : গণপূর্ত মন্ত্রী

জাফর আহামদ নোমান : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ’। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট চাইলেন মন্ত্রী।

শনিবার সকাল ১১টায় চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রী কলেজের নব নির্মিত দুটি ভবন উদ্বোধন ও কলেজের নবীন বরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরো বলেন,সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় হবে না। এ নির্বাচনে যারা জয়লাভ করবে আওয়ামী লীগ তা মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

চরফ্যাশনের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে উপ-মন্ত্রী জ্যাকব পূর্ণ মন্ত্রী হবে। কারণ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুনজরে রয়েছে জ্যাকব।

তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জেলে আছে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

মন্ত্রী বলেন, এখনও স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃতি হচ্ছে, ২৬ মার্চে জিয়াউর রহমান চট্টগ্রামেই ছিলেন না, তিনি ছিলেন বোয়ালখালীতে। ২৬ মার্চ দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। এরপর ২৯ তারিখ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

ফাতেমা মতিন মহিলা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথীর বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্রকে উৎখাত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগের উন্নয়ন ধরে রাখতে সাড়া দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিবে। চরফ্যাশনেও তার ব্যতিক্রম হবেনা। কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় চরফ্যাশন-মনপুরায় হাজারও কোটি টাকার উন্নয়ন হয়েছে। যা অন্য কোন সরকারের আমলে স্থানীয় জনগন দেখেনি।

উপমন্ত্রী জ্যাকব উপস্থিত স্থানীয় জনগনের উদ্দেশ্যে বলেন, চরফ্যাশন বাসির পাশে থেকে আজীবন কাজ করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী নীলিমা নিগার সুলতানা জ্যাকব, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনর স্ত্রী বেগম আয়শা সুলতানা, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ফাতেমা মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতার ছেলে এইচ এম মাইনউদ্দিন আহমেদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী মনির আহাম্মেদ শুভ্র, চর কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান হাসেম মহাজন, প্যানেল মেয়র মোঃ জাহের ভূঁইয়া, নীল কমল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনসহ পৌরসভার সকল কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্থানীয় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

ছবি: চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রী কলেজের নব নির্মিত দুটি ভবন উদ্বোধন করেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপমন্ত্রী আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি।

Print Friendly

Related Posts