শেষ টি-টোয়েন্টিতে বাজে ভাষা ব্যবহারে শাস্তি পেল নার্স

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাজে ভাষা ব্যবহারের কারণে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার অ্যাশলে নার্স।

নার্সকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।

নার্সের নামের পাশে এখন ডিমেরিট পয়েন্ট হলো দুটি। গত বছরের জুনে সেন্ট লুসিয়ায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট।

ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন নার্স। ওভারের শেষ বলে তাকে বাউন্ডারি হাঁকান লিটন দাস। তখন কটু কথা বলেন নার্স, আইসিসির চোখে যা ‘অনুপযুক্ত’।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন নার্স। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। যেটি ছয় বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।

Print Friendly

Related Posts