শ্রীলঙ্কার রাণাতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে৷ #MeToo মুভমেন্টে সামিল হয়ে ১৯৯৬ সালে বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুনা রাণাতুঙ্গার বিরুদ্ধে এমন তুললেন এক ভারতীয় ফ্লাইট অ্যাটেনডেন্ট৷

দিনক্ষণ উল্লেখ না করলেও ওই ভারতীয় মহিলা নিজের ফেসবুক পেজে মুম্বইয়ের হোটেলের সেই ঘটনার বিবরণ দিয়েছেন৷ তিনি এও অভিযোগ করেন যে, তৎক্ষণাৎ হোটেলের রিসেপশনে জানালেও, হোটেল কর্তৃপক্ষ সেটিকে তাঁর ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দেয়৷

কিংবদন্তি সিংহলি ক্রিকেটার রাণাতুঙ্গা এখন সেদেশের পেট্রোলিয়াম রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টারের দায়িত্ব পালণ করছেন৷ এহেন হেভিওয়েট ব্যক্তিত্বের বিরুদ্ধে সরব হয়ে সংশ্লিষ্ট ভারতীয় মহিলা জানান, রণতুঙ্গা তাঁর কোমর জড়িয়ে ধরে বুকে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন৷ কোনওক্রমে শ্রীলঙ্কান ক্রিকেটারের পায়ে লাথি মেরে তিনি ছিটকে বেরিয়ে এসেছিলেন৷

ফেসবুকে ওই মহিলা ঘটনার বিবরণ দিয়ে লেখেন, ‘মুম্বাইয়ের হোটেল জুহু সেন্টারের লিফটে আমার এক সহকর্মী ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে৷ হোটেলের রুমে গিয়ে ক্রিকেটারদের অটোগ্রাফ নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সে৷ তার নিরাপত্তা নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ায় আমিও যাই তার সঙ্গে৷ পরে নির্জন পুলের ধারে রাণাতুঙ্গা আমার কোমর জড়িয়ে ধরে বুকের দিকে হাত নিয়ে যেতে থাকে৷ আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই৷ পুলিশে অভিযোগ করার করার কথা বললেও রাণাতুঙ্গার হেলদোল ছিল না৷ কোনও রকমে ওর পায়ে লাথি মেরে ছিটকে বেরিয়ে আসি৷ হোটেলের রিসেপসনে ঘটনার কথা জানালে ওরা বলে এটা নাকি আমার ব্যক্তিগত বিষয়, এখানে ওদের কিছু করার নেই৷’

Print Friendly

Related Posts