সন্দ্বীপ এডুকেশন সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গত ১৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম এর ‘বিশেষ সাধারণ সভা’ সোসাইটির আহবায়ক রাজিবুল আহসান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোসাইটির সদস্য ইঞ্জিনিয়ার মো: মোমেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ‘বিশেষ সাধারণ সভায় সোসাইটির অনারারি সদস্য, ডোনার, পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ‘বিশেষ সাধারণ সভা’য় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক রাজিবুল আহসান সুমন, সদস্য সচিবের প্রতিবেদন পাঠ করেন মো: শাহজামান আরজু। শোক প্রস্তাব পাঠ করেন ইঞ্জিনিয়ার মো: মোমেন। আর্থিক প্রতিবেদন পাঠ করেন আলহাজ্ব হুমায়ুন কবির ম্যানেজার।

সোসাইটির বিগত দিনের কর্মকান্ডের উপর বিশদ আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইমলাক, সাবেক সভাপতি এডভোকেট এম.এ.বারী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: হেলালউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান উল্যা, আজীবন সদস্য আবু ইউসুপ রিপন, ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন, এডভোকেট মোঃ সেকান্দার বাদশা, নুরছাপা দুলাল, মো: রেজাউল করিম মহসিন, জিয়াউল হাসান শিবলু, মো: ফছিউল আলম প্রমুখ।

সভায় উপস্থিত সোসাইটির অনারারি সদস্য, ডোনার, পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৪-২০১৬ সালে অবৈধভাবে অন্তর্ভূক্ত ১০৪ জন ব্যক্তির আজীবন সদস্যপদ বাতিল, বিভিন্ন সময়ে আর্থিক অনিয়ম ও সম্পদ আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ‘এডহক কমিটি’র মেয়াদ ৩ মাস বর্ধিত করনের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

তথ্যসূত্র : মো: শাহজামান আরজু সদস্য সচিব সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম।

Print Friendly

Related Posts