সালাহকে মাঠের বাইরে পাঠিয়ে শিরোপা জিতল রিয়াল (ভিডিও)

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চোট পেয়ে মোহামেদ সালাহ মাঠ ছাড়ার আগ পর্যন্ত লিভারপুলের তোপে তটস্থ ছিল রিয়াল মাদ্রিদ। মিশরের এই ফরোয়ার্ড উঠে যাওয়ার পর ম্যাচের দৃশ্যপট বদলে যায় বলে মনে করেন জর্ডান হেন্ডারসন। এভাবেই লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

ইউক্রেনের কিয়েভে শনিবার রাতের ফাইনালে রিয়ালের কাছে ৩-১ গোলে হারে লিভারপুল। করিম বেনজেমার গোলে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ডের দলটিকে সমতায় ফেরান সাদিও মানে। কিন্তু গ্যারেথ বেলের জোড়া গোলে ষষ্ঠ শিরোপার স্বপ্ন ভেঙে যায় লিভারপুলের।

৩০তম মিনিটে রামোস হাত টেনে উল্টে ফেলে সালাহকে ইনজুরিতে ফেলেন। চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরলেও খেলা চালিয়ে যেতে পারেননি সালাহ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের সেরা খেলোয়াড়ের ছিটকে যাওয়া নিয়ে হতাশার কথা জানান হেন্ডারসন।

“যখন সালাহ চোট পেল, তারা বল নিয়ে আধিপত্য করতে শুরু করল। তারা প্রথমার্ধে একটা গোল করেছিল, যেটা ছিল অফসাইড; কিন্তু আমরা ম্যাচে ছিলাম। তখনও আমাদের বিশ্বাস ছিল লড়াই চালিয়ে যেতে পারব। কিন্তু দুটি গোল হয়ে গেল যা অন্য রাতে হতো না।”

https://www.youtube.com/watch?v=jmC6W9LaX9A

Print Friendly

Related Posts