সিনিয়র সচিব পদে গোলাম ফারুকের যোগদান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক একই বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিল্প ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে এস এম গোলাম ফারুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং মাঠ প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এস এম গোলাম ফারুক ১৯৬০ সালের ১ জুন শরীয়তপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ ও ১৯৮২ সালে যথাক্রমে বি.এস.এস (অনার্স) ও এম এস এস ডিগ্রি অর্জন করেন। এই মেধাবী কর্মকর্তা ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

Print Friendly

Related Posts