সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ, আসাদ ‘পশু’ : ট্রাম্প

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিদ্রোহীদের দখলে ডুমা অঞ্চলে সাধারণ মানুষের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ‘পশু’ বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি ট্যুইট করে বলেছেন, ‘সিরিয়ায় নির্বোধের মতো রাসায়নিক আক্রমণে মহিলা ও শিশু সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। যে অঞ্চলে আক্রমণ করা হয়েছে, সেটি ঘিরে রেখেছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে বাইরের কারও পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। পশু আসাদকে সমর্থন করছেন প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান। এর বড় মূল্য দিতে হবে। যাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে, তাদের চিকিৎসার প্রয়োজন।’

https://twitter.com/realDonaldTrump/status/982966315467116544?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpananda.abplive.in%2Fworld-news%2Fsyria-chemical-attack-trump-warns-animal-assad-of-big-price-459684

আসাদ অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, ডুমা শহরটির অবস্থা শোচনীয়। রাসায়নিক অস্ত্রের প্রভাবে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, তুরস্কও সাধারণ মানুষের উপর এই আক্রমণের নিন্দা করেছে।

https://twitter.com/realDonaldTrump/status/982967389028569088?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpananda.abplive.in%2Fworld-news%2Fsyria-chemical-attack-trump-warns-animal-assad-of-big-price-459684

Print Friendly

Related Posts