সুন্দরী নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সুন্দরী প্রতিযোগিতায় জয়ী ভারতীয়দের সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তাঁতশিল্পে কর্মরতদের সম্পর্কে কথা বলছিলাম। তাঁদেরও তো বিপণনের প্রয়োজন রয়েছে। কাউকে আঘাত দেওয়ার ইচ্ছে আমার ছিল না। তবে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তাহলে ক্ষমা চাইছি’।

আগরতলায় একটি নকশা সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে উপহাস করেছিলেন। ২১ বছর আগে ডায়না হেডেনের মিস ওয়ার্ল্ড খেতাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

তবে মুখ্যমন্ত্রী ১৯৯৪-এ মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী ঐশ্বর্য রাইয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেন, প্রকৃত অর্থেই ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন ঐশ্বর্য এবং ওই খেতাবের জন্য উপযুক্ত।

তাঁর মন্তব্যের জন্য বিভিন্ন মহল থেকে সমালোচিত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ডায়না হেডেনও বিপ্লব দেবকে একহাত নিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় মহাভারতের যুগে ইন্টারনেট ও স্যাটেলাইট থাকার দাবি করে বিতর্কে জড়িয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

Print Friendly

Related Posts