সুপার স্যাটার ডে’তে লিভারপুল-টটেনহ্যাম দ্বৈরথ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রিমিয়র লিগের শুরুটা হয়েছে দুরন্ত ছন্দে৷ স্বভাবতই লিভারপুলের কোচ থেকে ফুটবলারদের মুখে এখন চাওড়া হাসি৷ লিগের শুরুতে চার ম্যাচের চারটেতেই জয়৷ ১৯৯০এর পর লিগের শুরুতে রেডসের এমন দাপট খুব একটা দেখা যায়নি৷ ১২ পয়েন্ট নিয়ে লিগের মগডালে এখন সালাহ-সাদিও মানের লিভারপুল৷ সুপার স্যাটারডে’তে ওয়েম্বলিতে সালাহদের প্রতিপক্ষ এবার টটেনহ্যাম হটস্পার৷

অনেকেই মনে করেছেন ক্লপের দল শুরুটা যেভাবে করেছে তাতে তারাই এবারের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদার৷ অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে লিভারপুল কেমন খেলে, সেটাই এখন দেখার৷ সুপার স্যাডার ডে’ লড়াইয়ে অবশ্য অনেকটাই এগিয়ে লিভারপুল৷ এখনও পর্যন্ত চার ম্যাচে ৯ গোল দিয়েছে রেডসরা৷ হজম করেছে মাত্র এক গোল৷ অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে ৩-০ জয় পেয়ে লিগ শুরু করেছে হ্যারি কেনরা৷

ফলে শনিবাসরীয় লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই মনে করছে ফুটবলমহল৷ লড়াইয়ের অপেক্ষায় ফুটবলদুনিয়া৷

Print Friendly

Related Posts