সুর্বণা নদীকে হত্যায় বানাসাস’র নিন্দা ও মানববন্ধন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আখতার নদীর নৃশংস হত্যার প্রতিবাদে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা অবিলম্বে সুবর্ণার হত্যার বিচার দাবি করেন এবং সাগর রুনীসহ অন্য সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারের জন্য কর্তৃপক্ষকে আহ্বান করেন।

এ সময় বক্তব্য রাখেন বিএফইজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সহ সভাপতি খন্দকার মোজাম্মেল হক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অর্থ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বিএফইজে’র নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল।

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু এবং মনসুর আহমেদ।

আরো বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেশমা তোহা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক লাবিন রহমান, নির্বাহী সদস্য শেখ রাজিয়া সুলতানা, সদস্য শাহীন খন্দকার, হাজেরা আক্তার মুক্তা প্রমুখ।

এ সময় সংগঠনের সহ সভাপতি কারনিনা খন্দকার, অর্থ সম্পাদক ইশরাত ফারহীম, নির্বাহী সদস্য ফাতিমা মুন্নি, দৌলতোন্নেসা রেখা, দীপা ঘোষ রীতা, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, সাংবাদিক আমিনুল রানা, মাসুম আহম্মদ, রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পেশা হিসাবে সাংবাদিকতা সৃজনশীল হলে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই নয়; সারা বিশ্বে সাংবাদিকতা ক্রমেই বিপদজনক পেশা হিসেবে পরিণত হয়েছে। প্রতিনিয়ত হুমকির মুখে পড়ে সংবাদ ও মিডিয়া কর্মীরা নিগৃহীত হচ্ছেন। নিরপেক্ষ ও স্বচ্ছ পেশাদারিত্বের কারণে মিড়িয়া কর্মীরা আজ জীবন দিচ্ছেন।

বক্তারা এ সময় সাংবাদিক সুবর্ণা নদীসহ বিগত সময়ে নিহত সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে শহরের মজুমদারপাড়ায় তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় তার সাবেক স্বামী রাজিব হোসেন ও সাবেক শ্বশুর আবুল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে ছয়জনকে আসামি করে মামলা করেন সুবর্ণার মা। বুধবার দুপুর ২টায় মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

Print Friendly

Related Posts