সুর বাড়ির তিন পদ্য ॥ শেখ নজরুল

দুঃখ যতো চন্দ্র-তারায়

দুঃখ যতো চন্দ্র-তারায়
তত দুঃখ আমায় গায়
দুঃখ দিয়ে মন বানালাম
দুঃখ তবু আমারে চায়

 

নদীর সাথে করেছিলাম
চোখের বিনিময়
সেই চোখেরই জলও দেখি
আমার আপন নয়
যত জল মেঘে ঝরে
তারও বেশী বুক ভাসায়

 

দুঃখ যতো চন্দ্র-তারায়
তত দুঃখ আমায় গায়

 

বাতাস যখন হু হু করে
ঝড়ও তখন কান্না পড়ে

 

অন্ধকারে লিখেছিলাম
আলোর পরিচয়
সেই আলোতেও এখন দেখি
অন্ধ হবার ভয়

 

যতো তারে যায় না দেখা
তারও বেশী চোখ হারায়
দুঃখ যতো চন্দ্র-তারায়
তত দুঃখ আমায় গায়

সুরবাড়ি
১৬ এপ্রিল ২০১৮

 

 

আলো অন্ধকারে

আলোতে যাই
সে সাধ্য নাই
শুধুই অন্ধকার
চোখে রাতের ভার
কখনও ঘুম আসে
জীবন্ত যুগল লাশে
হয় না সৎকার
শুধুই অন্ধকার!!

 

হাতে পায়ে বুকে
কপালে ঠোঁটে মুখে
হাসি নেই কথা নেই
পথ নেই প্রেম নেই
তালা নেই চাবি নেই
তবু বন্ধ দ্বার
শুধুই অন্ধকার!

 

চোখ সব জানে
দেখার কী মানে
কে নেবে দেখার ভার
শুধুই অন্ধকার

সুরবাড়ি
১৯ এপ্রিল ২০১৭

 

যদি থাকতে মন চায়

একদিন বৃষ্টিমুখর কেনো রাতে
যদি থাকতে মন চায় তোমার সাথে
শুনবে হঠাৎ নাড়ছি কড়া তোমার দরজার
বৃষ্টিপ্রিয় মনটা নিয়ে থাকবো পাশে তোমার ।

 

তুমি জানালার পাশে একটু বসতে দিও
বৃষ্টি দিয়ে মন ভেজাতে আমায় সঙ্গে নিও
তোমার ছোঁয়া বৃষ্টিগুলো আজও প্রিয় আমার
বৃষ্টিপ্রিয় মনটা নিয়ে থাকবো পাশে তোমার ।

 

ভালোবাসার বৃষ্টিগুলো জানলা ছুঁয়ে ঝরে
বৃষ্টিমাখা আঙুল ছুঁয়ে তোমায় মনে পড়ে
তখন তোমায় দেখার জন্য ইচ্ছে করে যাবার
বৃষ্টিপ্রিয় মনটা নিয়ে থাকবো পাশে তোমার ।

সুরবাড়ি
১৮ এপ্রিল ২০১৮

Print Friendly

Related Posts