স্মিথদের বিরুদ্ধে বিরাটদের লক্ষ্য এবার ৫-০, ফিরলেন অক্ষর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘লঙ্কা জয়’-এর পর ইতিমধ্যেই ইন্দোরের বাইশ গজে পাঁচ উইকেটে ম্যাচ জিতে ‘অজি বধ’ সেড়ে ফেরেছে কোহলি অ্যান্ড কোম্পানি৷  রবিবাসরীয় লড়াইয়ে স্মিথদের বিরুদ্ধে ৩-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ বিরাটদের লক্ষ্য এবার ৫-০৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই ওয়ান ডে’র দলে ফিরলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল৷ চেন্নাইয়ের প্রথম ওয়ান ডে’র আগে প্রস্তুতির সময় হাঁটুতে চোট পান প্রতিশ্রুতিময় এই স্পিনার৷ এরপরই প্রথম তিন ওয়ান ডে থেকে বাদ পড়ে তিনি৷ ভারতীয় স্পিনারদের দাপটে ইতিমধ্যেই স্মিথদের ব্যাটিংয়ের ভগ্নদশা প্রকাশ্যে৷ শেষ দুই ওয়ান ডে’তে দলে আরও এক স্পিনার ফেরায় কোহলির ভারতের স্পিন বিভাগ আরও শক্তিশালী হল বলে মত ক্রিকেটমহলের৷

চিপক হোক বা ইডেন কুলদীপ-চাহালের স্পিন জুটির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি অজিরা৷ মূলত স্পিনারদের ভেল্কি সামলাতে না পেরেই ব্যাটিং ধসের মুখে পড়ে সিরিজ খুইয়েছে স্মিথ অ্যান্ড কোং৷ তিন ম্যাচে ইতিধম্যেই ভারতীয় স্পিন জুটির সামনে আত্মসমর্পণ করে ১৩ উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে অজিরা৷

স্পিন বিভাগে অক্ষর আসায় শেষ দু’ম্যাচে দলের রিসার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন কোহলি৷ সেক্ষেত্রে চাহাল-কুলদীপের মধ্য কোনও একজনকে বসিয়ে দলে ফেরানো হতে পারেন অক্ষরকে৷ শেষবার শ্রীলঙ্কা সফরের চার ম্যাচে আঁটোসাটো বোলিং করে নজর কেরেছেন অক্ষর৷ দ্বীপরাষ্ট্র সফরের চার ওয়ান ডে’তে গুজরাতি স্পিনারের সংগ্রহ ছিল ৬ উইকেট৷

রবিবারের দিন-রাতের সিরিজ নির্ণায়ক ম্যাচে ২৯৪ রান তাড়া করে রোহিত-রাহানের সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপে ম্যাচের দখল নেয় ভারত৷ তাই বিরাট অল্প রানে ফিরলেও পান্ডিয়া ঝড়ে সহজ তুলে নেয় ‘মেন ইন ব্লু’৷ চিপক, ইডেনের পর হোলকারেও বিরাট আধিপত্য ভারতের৷ আগের সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ হারিয়ে অজিদের বিরুদ্ধে খেলতে নামে ভারত৷ প্রথম তিন ম্যাচেই বিরাট জয় টিম ইন্ডিয়ার৷ লক্ষ্য এবার হোয়াইটওয়াশ৷

Print Friendly

Related Posts