১২৪ প্রাণ কেড়ে আঁধি এবার পশ্চিমবঙ্গের দিকে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আঁধির ভয়াবহ আক্রমণে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ১২৪ জনের মৃত্যু হয়েছে৷ এই ধুলো ঝড় এবার মুখ ফেরাল পশ্চিমবঙ্গের দিকে৷ এমনই জানাচ্ছে মৌসম ভবন৷ এরপরই সোমবার পর্যন্ত সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

আইএমডি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবারই ফের আঁধির আক্রমণের মুখে পড়তে চলেছে একাধিক রাজ্য৷ উত্তরাখণ্ড, পাঞ্জাব,পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে প্রবল গতিতে হাওয়া বইবে৷ এরপরই শুরু হবে ঝড়ের তাণ্ডব৷ পশ্চিমবঙ্গের জন্য অবশ্য মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে বজ্র বিদ্যুত সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ঝড়-বৃষ্টি হবে ওডিশা, বিহার ও উত্তরপ্রদেশে৷ প্রতিটি রাজ্যেই প্রবল গতিতে হাওয়া বইবে৷ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷

গত বুধবার রাত থেকে ধুলো ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে৷ রাজস্থান ও উত্তরপ্রদেশে ঝড়ের বলি হয়েছে ১২৪ জন৷ এখনও ঝড়ের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি দুই রাজ্য৷ জানা গিয়েছে উত্তর প্রদেশ ও রাজস্থানের হাজার হাজার গ্রাম বিদ্যুতহীন হয়ে পড়ে রয়েছে৷ স্বাভাবিক কাজকর্ম শিকেয় উঠেছে৷ উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আগ্রায়৷ এখানে ৪৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে৷ পৃথিবীর অন্যতম স্মৃতি শৌধ তাজমহলের দুটি দরজার মারাত্মক ক্ষতি হয়েছে৷ মরার উপর খাঁড়ার ঘাঁ মৌসম ভবনের নয়া পূবার্ভাস৷ ফের ধুলো ঝড়ের পূর্বাভাসে আতঙ্ক গ্রাস করেছে দুই রাজ্যকে৷

সেই জন্যই মৌসম ভবনের পূর্বাভাস পেয়ে রাজ্যগুলিকে দ্রুত সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ উপকূলবর্তী এলাকাতে মানুষদের নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে৷ অন্যদিকে মৌসম ভবন জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের জন্য ৭ মে শিলা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ ওইদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড,মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে৷

Print Friendly

Related Posts