২ মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনায় মাছ শিকারে ভোলার জেলেরা

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: দীর্ঘ ২ মাস মাছ ধরা, কেনা-বেচাঁর উপর নিষেধাজ্ঞা থাকার পর মঙ্গলবার ভোরে ভোলার মেঘনা ও ইলিশা নদীতে মাছ ধরা শুরু করেছে জেলেরা।
উৎসবমূখর পরিবেশে মাছ শিকার করা শুরু করেছে তারা। এ সময় জাল নৌকা নিয়ে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে জেলেদের।

এ দিকে ইলিশ ধরা শুরু হলেও ইলিশের সাথে সাথে জেলেরা জালে ধরা পরছে বিভিন্ন প্রজাতির মাছও, তাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে আরোও বেশি বেশি মাছ ধরা পড়বে। অন্য দিকে নদীর পাড়ের মাছের আড়ৎগুলো খুলতে শুরু করেছে। মাছ কেনা বেচাঁ নিয়ে জমে উঠেছে নদীর কিনারের আড়ৎগুলোও।

গত মার্চ মাসের ১ তারিখ থেকে মার্চ-এপ্রিল দু মাস মেঘনা তেতুলিয়া নদীর ২৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভায়শ্রম হওয়ায় সরকার কতৃক ঘোষনা করে সকল ধরনের মাছ শিকার, কেনা-বেচাঁ নিষিদ্ধ করা হয়েছিল।

Print Friendly

Related Posts