৪০ কেজি-নার্সারির বাচ্চা ৬ ঘণ্টা বেসমেন্টের অন্ধকারে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অমানবিক! সময়মতো ফি জমা দিতে পারেননি অভিভাবকরা। সেইজন্যে ৪০জন কেজি ও নার্সারির বাচ্চাকে আটকে রাখল দিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলের কর্তৃপক্ষ। ৪০ জন বাচ্চাকে স্কুলের বেসমেন্টে ৬ ঘণ্টা আটকে রাখা হয়। এই ঘটনায় রাজধানী দিল্লিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

১৬ জন অভিভাবক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। আটকে থাকা প্রতিটি বাচ্চাই লোয়ার কিন্ডারগার্টেন এবং নার্সারি স্ট্যান্ডার্ডে পড়ে। শুধু ৬ ঘণ্টা আটকে রাখা নয়, বেসমেন্টের সমস্ত আলো, পাখা পর্যন্ত বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ, অভিযোগ অভিভাবকদের। এরফলে তাঁদের বাচ্চারা মারাত্মক আতঙ্কিতও হয়ে পড়ে। বেসমেন্টে অন্ধকারের মধ্যে গরমে তাদের মারাত্মক কষ্ট হয়েছে।

এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা পুরো ঘটনার কথা অস্বীকারও করেনি, আবার স্বীকারও করেনি।

ঘটনার কথা জানার পরই উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, পুরো ঘটনায় তিনি স্তম্ভিত। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এধরনের ব্যবহার করার জন্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।

 

Print Friendly

Related Posts