৭৫ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ২০ টেস্টে ৭৫ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। বাংলাদেশি বোলারদের মধ্যে ম্যাচ সংখ্যায় দ্রুততম সময়ে এই মাইলফলক। তাইজুল ইসলাম ইনিংসে ৬ উইকেট পেয়েছেন। আজ জিম্বাবুয়ে যে ২১ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারাল, ৪ উইকেট তুলে নিয়ে এর মূল কৃতিত্ব ছিল তাইজুলেরই।

২০তম টেস্টে ৭৫ উইকেটের মাইলফলক ছুঁলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচ সংখ্যায় দ্রুততম। এমন দিনে সংবাদ সম্মেলনে এলেন, যেদিন তাঁর সতীর্থ ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতা ।

নিজের এমন পারফরম্যান্স যে দলের ব্যর্থতায় ম্লান হয়ে গেল, এ ব্যাপারে তাইজুল দার্শনিক হয়ে থাকার চেষ্টা করলেন, ‘আসলে ক্রিকেটে কখনো ভালো হবে, আবার কখনো খারাপ হবে। এমন সময় কিন্তু আসে। সকালে হয়তো আমাদের সময়টা ভালো কেটেছে। মধ্যাহ্ন বিরতির পর থেকে দুই সেশন আমাদের পক্ষে আসেনি। আমাদের হাতে আরও তিন দিন সময় আছে, আমরা চেষ্টা করব ওদের দ্রুত অলআউট করার।’

তাইজুল নিজেও স্বীকার করলেন, দলের অবস্থা বিবেচনায় ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট পাওয়া নিয়ে আনন্দ করার উপায় নেই, ‘৬ উইকেট পাওয়ার অনুভূতিটা ভালোই। আসলে পাঁচ উইকেট-ছয় উইকেট তো সব সময় আসে না। অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমি আসলে দলের দৃষ্টিকোণ থেকে দেখতে চাইব। দল ভালো করলে ভালো লাগবে।’

বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৭৫ উইকেটের মাইলফলক ছুঁলেন। আর চার উইকেট পেলে মাশরাফি বিন মুর্তজাকে (৭৮ উইকেট) টপকে বাংলাদেশের তৃতীয় সেরা বোলার হয়ে যাবেন। এই সিরিজেই সেটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই টেস্টে হলে তো আরও ভালো হয়। বাংলাদেশ ১৪০ রানে পিছিয়ে। জিম্বাবুয়েকে ১৫০ রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে চায় দল। তা পারলেও চতুর্থ ইনিংসে তিন শর মতো রান তাড়া করে জিততে হবে।

এই টেস্ট ফল দেখছে, তা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় দিনেই। খেলা পঞ্চম দিনে গড়াবে কি না, তা নিয়েই এখন সন্দেহ। জিম্বাবুয়ে কাল সারা দিন ব্যাটিং করতে চায়। আর তাদের চাওয়া পূরণ হলে বাংলাদেশকে বেশ লম্বা পাহাড় টপকাতে হবে। মৃদুভাষী তাইজুল অবশ্য দলকে আশার কথাই শুনিয়ে গেলেন, ‘টেস্ট রেকর্ডের খেলা। টেস্টেই বেশি রেকর্ড হয়। আমরা তাই চাচ্ছি বাংলাদেশ এমন কোনো রেকর্ড করুক।’

 

Print Friendly

Related Posts