গাজীপুরে সুনিশ্চিত বিজয়ের পথে নৌকা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হাইকোর্টের বেধে দেয়া নিষেধাজ্ঞা এবং সময়সীমার মধ্যেই অবশেষে অনুষ্ঠিত হলো আলোচিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ভোট কারচুপি, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ও অন্যপক্ষের শান্তিপূর্ণ নির্বাচন দাবির মধ্যেই সুনিশ্চিত বিজয়ের পথে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

গতকাল (মঙ্গলবার) রাত আড়াই টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৪২৫টি ভোট কেন্দ্রের মদ্যে ৩১৪টির ফল প্রকাশ করা হয়। তিন চতুর্থাংশের বেশি কেন্দ্রে ঘোষিত ফল অনুযায়ি নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৯৪৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১০ ভোট।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬জন। মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

Print Friendly

Related Posts