বিশ্বকাপজয়ী দলের সংখ্যা আটের ঘরেই আটকে থাকল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নতুন চ্যাম্পিয়ন পেল না রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপজয়ী দলের সংখ্যাও তাই আটের ঘরেই সীমাবদ্ধ থাকল। রোববার মস্কোর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ফ্রান্স।

এতদিন একাধিকবার বিশ্বকাপজয়ী দলের সংখ্যা ছিল পাঁচ। সেটা বেড়ে হলো ছয়। দুবার করে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ও উরুগুয়ের পাশে বসল ফ্রান্স।

সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের রেকর্ডটা ব্রাজিলের। জার্মানি ও ইতালি জিতেছে সমান চারবার করে। ইংল্যান্ড ও স্পেন একবার করে।

বিশ্বকাপের যত ফাইনাল

 
স্বাগতিক বিজয়ী স্কোরলাইন রানার্সআপ
১৯৩০ উরুগুয়ে উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা
১৯৩৪ ইতালি ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া
১৯৩৮ ইতালি ইতালি ৪-২ হাঙ্গেরি
১৯৫০ ব্রাজিল উরুগুয়ে ২-১ ব্রাজিল
১৯৫৪ সুইজারল্যান্ড জার্মানি ৩-২ হাঙ্গেরি
১৯৫৮ সুইডেন ব্রাজিল ৫-২ সুইডেন
১৯৬২ চিলি ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া
১৯৬৬ ইংল্যান্ড ইংল্যান্ড ৪-২ জার্মানি
১৯৭০ মেক্সিকো ব্রাজিল ৪-১ ইতালি
১৯৭৪ জার্মানি জার্মানি ২-১ নেদারল্যান্ডস
১৯৭৮ আর্জেন্টিনা আর্জেন্টিনা ৩-১ নেদারল্যান্ডস
১৯৮২ স্পেন ইতালি ৩-১ জার্মানি
১৯৮৬ মেক্সিকো আর্জেন্টিনা ৩-২ জার্মানি
১৯৯০ ইতালি জার্মানি ১-০ আর্জেন্টিনা
১৯৯৪ যুক্তরাষ্ট্র ব্রাজিল টাইব্রেকারে ৩-২ ইতালি
১৯৯৮ ফ্রান্স ফ্রান্স ৩-০ ব্রাজিল
২০০২ জাপান-দ.কোরিয়া ব্রাজিল ২-০ জার্মানি
২০০৬ জার্মানি ইতালি টাইব্রেকারে ৫-৩ ফ্রান্স
২০১০ স্পেন স্পেন ১-০ নেদারল্যান্ডস
২০১৪ ব্রাজিল জার্মানি ১-০ আর্জেন্টিনা
২০১৮ রাশিয়া ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া

 

Print Friendly

Related Posts