মেসি যাদুতে বার্সা গ্রুপ চ্যাম্পিয়ন তো হলোই, রোনালদোকেও টপকালো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মেসি যাদু গতরাতেও দেখল আন্তর্জাতিক ফুটবল দর্শক। মেসির নৈপুণ্যে বার্সা গ্রুপ চ্যাম্পিয়ন তো হলোই, রোনালদোকেও টপকালো। গতরাতে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

সেপ্টেম্বরে ন্যু ক্যাম্পে পিএসভি আইন্দহোফেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। যেখানে লিওনেল মেসি করেছিলেন হ্যাটট্রিক। ফিরতি লেগে নিজেদের মাঠেও মেসির কাছেই হেরে গেল পিএসভি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করলেন, করালেন, এবং নিশ্চিত করলেন দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও।

শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। জিতলে নিশ্চিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও- এমন সমীকরণ নিয়ে বুধবার রাতে পিএসভির মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা।

স্পেনে থাকাকালীন শুরু থেকে লড়াইটা চলত সেয়ানে সেয়ানে৷ সাপ-লুডোয় একবার রোনাল্ডো মেসিকে টপকাতেন তো পরক্ষণেই সিআর সেভেনকে পিছনে ফেলে দিতেন এলএম টেন৷ অদূর ভবিষ্যতের কথা বিবেচনা করলে সেই ইঁদুর-দৌড়ে আপাতত ইতি পড়ল সন্দেহ নেই৷ তবে মেসি শেষমেশ পুনরুদ্ধার করলেন দ্বি-পাক্ষিক লড়াইয়েই মুকুটটা৷

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে পিএসভি’র জালে বল জড়ানো মাত্র মেসি টপকে যান ক্রিশ্চিয়ানোকে৷ ৬১ মিনিটে ম্যাচের ডেড-লক কাটানো গোলটি ছিল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ কেরিয়ারে মেসির ১০৬ নম্বর গোল৷ একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল করার নিরিখে রোনাল্ডোকে টপকে মেসি চলে এলেন শীর্ষে৷ রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০৫টি গোল৷ রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ায় আপাতত মেসিকে টপকানো আর সম্ভব হবে না পর্তুগীজ তারকার৷

তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড থাকছে রোনাল্ডোর দখলেই৷ ম্যান ইউ, রিয়াল ও জুভেন্তাস, তিন ক্লাবের হয়ে ইউরোপীয়াল ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে সাকুল্যে ১২১টি গোল করেছেন তিনি৷

সব মিলিয়ে চলতি মরশুমে মোসির এটি ১৫ নম্বর গোল৷ শেষ ১৩ মরশুম ধরে ১৫টির বেশি গোল করা বিরল ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন লিও৷ চলতি মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্তাইন তারকার ছ’টি গোল হয়ে গেল৷

পিএসভির বিরুদ্ধে একটি গোল করা ছাড়াও ৭০ মিনিটে দলের অপর গোলটির পিছনেও মেসি সক্রিয় ভূমিকা নেন৷ মেসির পাস থেকেই পিএসভি’র জালে বল জড়িয়ে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন পিকে৷ ৮৩ মিনিটে পিএসভির হয়ে একটি গোল পরিশোধ করেন ডি’লং৷ তাকে গোলের পাস বাড়ান অ্যাঞ্চেলিনো৷

শেষমেশ বার্সা ২-১ গোলে ম্যাচ জিতে গ্রুপ-বি’র শীর্ষ স্থান নিরাপদ করে৷ ৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১৩৷ সমসংখ্যক ম্যাচে টটেনহ্যামের সংগ্রহ ৭ পয়েন্ট, যারা ঘরের মাঠে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে৷ মিলানও পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট ঘরে তুলেছে৷ গোলপার্থক্যে পিছিয়ে থাকলেও শেষ রাউন্ডে পিএসভির বিরুদ্ধে লড়তে হবে তাদের৷ তুলনায় কঠিন কাজ টটেনহ্যামের৷ তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে বার্সোলোনার বিরুদ্ধে৷

https://twitter.com/FCBarcelona/status/1067903006493081600?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1067903006493081600&ref_url=https%3A%2F%2Fkolkata24x7.com%2Flionel-messi-surpass-cristiano-ronaldo-to-reclaim-champions-league-goalscoring-record.html

Print Friendly

Related Posts