ধামরাইয়ে মাদক, সন্ত্রাস, ও ইভটিজিং বিরোধী মত বিনিময় কর্মসূচির উদ্বোধন

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাই থানা পুলিশের আয়োজনে ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর সহযোগিতায় যৌথভাবে উপজেলা ব্যাপি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধি মত বিনিময় কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলার পঞ্চাশটিরও বেশি স্কুল ও কলেজকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ.লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, পৌর মেয়র গোলাম কবির।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts