আইপিএল ২০১৮ : ট্রফিতে চোখ প্রীতি’র

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আইপিএলে ধারাবাহিক ব্যর্থতার নিরিখে রেটিং করা হলে কিংস ইলেভেন পঞ্জাব থাকবে প্রথম সারিতে৷তবে ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে চেষ্টায় খামতি নেই পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির৷ দল ও কোচিং টিমে বেশ কিছু রদবদল ঘটিয়ে প্রীতি জিন্টারা এবার সবাইকে চমকে দিতে তৈরি৷পর্যাপ্ত রসদ নিয়ে একাদশ আইপিএলে ঝাঁপিয়ে পড়তে উদ্যত কিংস ইলেভেন৷

স্কোয়াড:-
ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল৷

উইকেটকিপার-ব্যাটসম্যান: আকাশদীপ নাথ, লোকেশ রাহুল৷

অলরাউন্ডার: ক্রিস গেইল, অক্ষর প্যাটেল, মনজুর দার, মার্কাস স্টনিস, প্রদীপ সাহু, যুবরাজ সিং৷

বোলার: রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, বরিন্দর স্রান, বেন ডারশুইস, মায়াঙ্ক ডাগর, মোহিত শর্মা, মুজিব-উর রহমান৷

সাপোর্ট স্টাফ:-
বীরেন্দ্র সেহবাগ (ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন)
ব্র্যাড হজ (হেড কোচ)
মিঠুন মানহাস (সহকারী কোচ)
ভেঙ্কটেশ প্রসাদ (বোলিং কোচ)
নিশান্ত বরদোলোই (ফিল্ডিং কোচ)
অমিত ত্যাগী (ফিজিও)
আশিস তুলি (টিম অ্যানালিস্ট)
বরুণ পারমার (ম্যানেজার)
নিশান্ত ঠাকুর (স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ)
শ্যামলাল বল্লভজি (টেকনিক্যাল কোচ)
নরেশ কুমার (ম্যাসিওর)
বিক্রম হাস্তির (সহকারী টিম ম্যানেজার)
মনোজ কুমার (স্পোর্টস যোগা টিচার)

Print Friendly

Related Posts