অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০১৭ এর জন্য মনোনীত যারা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতীনারীকে সম্মাননা প্রদান করবে অনন্যা। আগামী ৭ এপ্রিল শনিবার বিকাল ৪.৩০ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে “অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের “অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭” এর জন্য মনোনীত হয়েছেন: অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা), ফারজানা চৌধুরী (নারীউদ্যোক্তা/কর্পোরেট নারী), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ-অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), শারমিন সুলতানা সুমি (সংগীত) ও মারিয়া মান্ডা (খেলাধুলা)

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে “অনন্যা শীর্ষদশ সম্মাননা” প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১০জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়।

Print Friendly

Related Posts