জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দুইটি র‌্যালি বের করা হয়।

সকাল সাড়ে নয়টায় চিকিৎসা কেন্দ্র র‌্যালির উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘চিকিৎসা সেবা সব মানুষের কাছে পৌঁছে দিতে না পারলেও সব মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।’ পরবর্তীতে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের র‌্যালি শেষে বিভাগটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ইউনিভার্সেল হেলথ কভারেজ: এভরি ওয়ান, এভরি হোয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির ভাষণে উপাচার্য জনগণের স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের আরো সদয় ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপমা আজহারি বলেন, ‘বিশ্বের অর্ধেক মানুষ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত। আবার যারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন তাদের মধ্যে শতকরা ৯২.৫২ প্রাইভেট স্বাস্থ্য সেবার ওপর নির্ভরশীল।’ এসময় তিনি জনসাধারণের সুস্বাস্থ্য রক্ষায় সরকারি পর্যায়ের চিকিৎসা আরও সহজলভ্য করার আহবান জানান।

এছাড়া পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly

Related Posts