আইপিএল ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রাক্তন আরসিবি’র তারকার ব্যাটে ঝড়৷ এগারোর আইপিএলের দ্বিতীয় দিনেই ভাঙল পুরনো রেকর্ড৷ নতুন রেকর্ড গড়ে প্রীতির দলকে জয় উপহার দিলেন লোকেশ রাহুল৷ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১৬৭ রান তাড়া করতে নেমে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকান রাহুল৷ এটাই আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান৷ কর্ণাটকি ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল চারটি ছয় ও ছটি চার দিয়ে৷

বিধ্বংসী ইনিংস খেলে রাহুল জানিয়েছেন, ‘ টেস্ট ক্রিকেটার হিসেবে আমার পরিচিতি বেশি,এবার টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে সুনাম তৈরি হোক, সেটাই চাইব৷ অবশ্যই এই ইনিংস হাঁকিয়ে আমি উছ্বসিত৷ আশা করব চলতি মরশুমের আইপিএলের শেষ দিন পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে পারব৷’ রাহুলের পাশাপাশি এদিন হাফ সেঞ্চুরি করেন করুণ নায়ার৷ দু’জনের ব্যাটে ভর করে এদিন ৭ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল প্রীতির দল৷

শেষবার ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইট রাইজার্সের জার্সিতে ১৫ বলে হাফসেঞ্চুরি হাঁকানোর নজির ছিল ইউসুফ পাঠানের৷ সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন রাহুল৷ আইপিএলে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর তালিকায় তিন নম্বরে রয়েছেন নাইট তারকা সুনীল নারিন৷ শেষ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন নারিন৷ ওপেনিংয়ে নেমে নারিনের বিধ্বংসী ইনিংস এখনও আইপিএলের অন্যতম সেরা ইনিংস বলা চলে৷ রবিরার অবশ্য অল্পের জন্য সেই রেকর্ড ভাঙা হল না সুনীলের৷ এদিন ১৭ বলে অর্ধশতরান হাঁকিয়েছেন নাইটদের মিস্ট্রি ওপেনার৷ এবারও অবশ্য প্রতিপক্ষ সেই বিরাটের আরসিবি৷

আইপিএলের দ্রুততম অর্ধশতরানের তালিকায় চার নম্বরে রয়েছেন সুরেশ রায়না৷ ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে হাফসেঞ্চুরি করেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷ ক্রমতালিতায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট৷ ২০০৯ সালে ডেকান চাজার্সের হয়ে দিল্লির বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তারকা ব্যাটসম্যান৷

অন্যদিকে এদিন সবধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে নয় হাজার রানের গণ্ডি পেড়োলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷ নাইটদের বিরুদ্ধে এদিন ৮ রান হাঁকালেই এই কীর্তি গড়ে ফেলতে পারতেন আরসিবি ওপনার৷ সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৩৩০টি ম্যাচ খেলেছেন ম্যাকালাম৷ টি-টোয়েন্টি তাঁর সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৫৮রান৷ আইপিএলের প্রথম মরশুমে নাইট রাইডার্সের জার্সিতে আরসিবি’র বিরুদ্ধে এই রান করেছিলেন ডানহাতি মারকুটে ব্যাটসম্যান৷

Print Friendly

Related Posts