১৮ ঘন্টা হৃদযন্ত্র বন্ধ থাকার পরও..

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একেবারে সাক্ষাত্ মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন, এমন ঘটনার নজির রয়েছে। কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে প্রাণরক্ষার কোনও ক্ষীণ আশা না থাকার পরও মৃত্যুর মুখ থেকে ফিরে আসার নজির বিরল। এমনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ফ্রান্সে। হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ১৮ ঘন্টা পরে জীবন ফিরে পেলেন ৫৩ বছরের এক ব্যক্তি।

চিকিত্সকরা মনে করছেন, হাইপোথারমিয়ার কারণেই শেষপর্যন্ত এই অবিশ্বাস্য বেঁচে ফিরেছেন ওই ব্যক্তি। হাইপোথারমিয়ার কারণে শরীরের তাপমাত্রা কমে গিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সুরক্ষিত ছিল।

দক্ষিণ ফ্রান্সের মন্টপেলিয়ার ইউনিভার্সিটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত জোনাথন চারবিট বলেছেন, ওই ব্যক্তির বাঁচার সম্ভাবনা ছিল শূন্যর কাছাকাছি। হাইপোথারমিয়ার কারণে শরীরে তাপমাত্রা কমে যাওয়াতেই রক্ষা পেয়েছেন তিনি। ঠাণ্ডার জন্য তাঁর মস্তিষ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সুরক্ষিত থেকেছে।

ওই ব্যক্তিকে একটি নদীর ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

হাসপাতালে নিয়ে আসার পর হার্ট-লাং মেশিনে রেখে হার্ট ম্যাসাজ করা হয় ওই ব্যক্তির। শরীরে তাপমাত্র ওঠার পর আচমকাই হৃদস্পন্দন ফিরে আসে তাঁর।
কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য এখন তাঁকে দেওয়া হচ্ছে। তবে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিত্সকরা।

Print Friendly

Related Posts