জাবির কলা অনুষদে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব

জাবি প্রতিনিধি: পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদ। বৃহস্পতিবার বিকাল তিনটায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ‘চৈত্রসংক্রান্তি ১৪২৪ ও পহেলা বৈশাখ ১৪২৫’-উৎসবের আহ্বায়ক অধ্যাপক এটিএম আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী উৎসবে থাকছে ঘুড়ি উড়ানো, ব্যাঙ্গের পানচিনি, ফানুস উড়ানো, ব্যাঙ্গির শশুরবাড়ি গমন, মুড়ি-মুড়কি বিতরণ, সাপ খেলা, পুতুল নাট্য, সংগীত পরিবেশন প্রভৃতি।

সংবাদ সম্মেলনে অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক স্বাধীন সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করছে ছাত্র-শিক্ষক কেন্দ্র। শুক্রবার থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে আগামী বোরবার পর্যন্ত।

এছাড়া পহেলা বৈশাখের দিন (শনিবার) দিনব্যাপী উৎসবের আয়োজন করবে বাংলা সংসদ।

Print Friendly

Related Posts