বাঙ্গালিয়ানা ॥ শওকত ওসমান

কতনা নির্বোধ আমি
চৈত্র সংক্রান্তি খুঁজতে গিয়েছি অন্য কোথাও
রোদ চশমা চোখে দিয়ে আমাকে ছেড়েই আমি
অন্যত্র দেখতে গিয়েছি বোশেখের নানান রঙ –

মিডিয়া গসিপে পরজীবিদের
সাঁজানো কথায় ভুল করে করে
প্রিয়জন সহ সবাইকে নিয়ে
জোনাকির কাছে বলতে গিয়েছি আঁধারের কথা –

সংঘবদ্ধ বিরোধী চক্রে পড়ে
কফি দুধ নিয়ে কত সযতনে কত জায়গায়
উত্তরাধুনিক কবি’র অবয়ব দেখতে গিয়েছি
নদী ও নারীকে বাদ দিয়ে আমি কবিতা খুঁজেছি –

চেতনার বাগানে বাঙ্গালিয়ানা
সুষম সমাজের সন্ধানে তবুও ছেড়েছি হাযার দুয়ার
সত্যের ভেতরে সত্য যে এতো সুন্দর বুঝিনি
প্রাসাদে প্রাসাদে গড়া যেতে পারে প্রজাদের ঘর বুঝিনি।

Print Friendly

Related Posts