উমেশ যাদবের বিধ্বংসী বোলিংয়ে প্রথম জয় পেল বিরাটরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ উমেশ যাদবের বিধ্বংসী বোলিংয়ে ভর করে এই মরশুমের আইপিএলে প্রথম জয় পেলেন বিরাটরা৷ শুক্রবার চিন্মাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবকে ১৬০ গন্ডির মধ্যে বেঁধে ফেলার প্রধান কারিগর হলেন ভারতের এই পেসার৷ মোট চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বিরাটদের এগিয়ে রাখেন উমেশ৷

এদিন চিন্নাস্বামীর বাইশ গজে প্রথম ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল কিংস ওপেনিং জুটি লোকেশ রাহুল ও ময়াঙ্কা আগরওয়াল৷ প্রথম ওভারে ক্রিক ওয়াককে দু’টি ছক্কা মেরে খাতা খোলেন রাহুল৷ তিন ওভারেই স্কোর বোর্ডে ৩২ রান তুলে ফেলেছিল কিংস ইলেভেন৷কিন্ত তার পরই ছন্দপতন৷ চতুর্থ ওভারে কিংসদের সামনে বিভিষীকা হয়ে দেখা দেন রয়্যাল পেসার উমেশ যাদব৷ নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট৷ ডাগ-আউটে ফেরান ময়াঙ্ক আগরওয়াল, অ্যারোন ফিঞ্চ এবং যুবরাজ সিংকে৷

ফিঞ্জ,যুবরাজ ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন রাহুল ও করুণ নায়ার৷ কিন্তু রাহুলকে বড় রান গড়তে দেননি ভারতের তরুণ স্পিনার ওয়াশিংটন সুন্দর৷ ব্যক্তিগত ৪৭ রানে রাহুলকে ডাগ-আউটে ফেরান তিনি৷ রাহুল আউট হওয়ার পর নায়ার ও ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন কিংসদের দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করেন৷ ২৬ বলে ২৯ রান করেন নায়ার৷ আর ২১ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অশ্বিন৷ তবে চার বল বাকি থাকতেই ১৫৫ রানে অল-আউট হয়ে যায় কিংস ইলেভেন পঞ্জাব৷

১৫৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিরাটদের চাপে ফেলেন পঞ্জাবের স্পিন-ত্রয়ী৷ অশ্বিন-অক্ষর-মুজিব ত্রয়ীতে ম্যাকালাম, সরফরাজকে শূণ্য রানে গ্যালারিতে ফেরত পাঠান৷ ব্যাক্তিগত ২১ রানে অধিনায়ক বিরাটকে বোল্ড করেন আফগানি তরুণ অফস্পিমার মুজিব৷ কিন্তু এত করেও শেষ রক্ষা হয়নি কিংস ইলেভেন পঞ্জাবের৷ দুই প্রোটিয়া ক্রিকেটারের ব্যাটে চার উইকেটে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর৷

বিরাট আউট হলেও ৪০ বলে চার ছক্কা ও দু’টি চার-সহ ৫৭ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে বৈতরণী পার করেন এবিডি৷ তাঁকে যোগ্য সঙ্গ দেন দক্ষিণ আফ্রিকা দলে তাঁর সতীর্থ কুইন্টন ডি’কক৷ ৩৪ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডি’কক৷ শেষ দিকে ১৯ বলে ২২ রান করেন মনপ্রীত সিং৷

Print Friendly

Related Posts