ঝড় তুলতে সংগীতে বারী সিদ্দিকী কন্যা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘ভালোবাসার পরে’ শিরোনামে ইপি অ্যালবাম নিয়ে সংগীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেন লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর কন্যা এলমা সিদ্দিকী।

বাংলাঢোলের ব্যানারে রোববার ডিজিটাল আকারে প্রকাশ হয়েছে অ্যালবামটি।

অ্যালবামটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন অ্যালাবামের দুটি গানের গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও বাংলাঢোলের ঊর্ধতন কর্মকর্তারা।

অভিষেক অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত এলমা জানান, লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে তিনি দেশে ফেরেন গান করবেন বলে। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন।

অ্যালবামের ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন প্লাবণ কোরেশী ও পংকজ।

অ্যালবামটি পাওয়া যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে।

Print Friendly

Related Posts