মানিকগঞ্জে বাজার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, ময়দার প্যাকেটের গায়ে খুচরা মূল্য না লেখা ও বিউটি পার্লারে সেবামূল্যের তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা শাখা।

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্যাকেটের গায়ে খুচরা মূল্য না লেখায় খন্দকার ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জাহানারা মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও সেবা মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে লাকী বিউটি পার্লারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলসহ সকল হাট-বাজার ও প্রতিষ্ঠানে বাজার অভিযান পরিচালিত হয়ে থাকে। পণ্য, খাবার ও সেবামূলক প্রতিষ্ঠানে অনিয়ম ও ভেজাল থাকলে সেখানেই বাজার অভিযান পরিচালিত হয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly

Related Posts