এক আঙ্গুলের এতো জোর ॥ শাহ মতিন টিপু

এক আঙ্গুলের এতো জোর
খুলেই গেলো আলোর ডোর
পালিয়ে গেলো ইঁদুর-ছুঁচো
শত্রু হলো কুচো কুচো।

 

আঙ্গুল ছিলো তর্জনি
ভয়ে পালালো সব শনি
আঙ্গুল যখন নড়তো
পশ্চিমাদের বুক ধুকপুক করতো।

 

সেই আঙ্গুলটা ছিলো বলে
আজ শিশুরা সদলবলে
স্বাধীনতার ঘোড়ায় চড়ে
টগবগিয়ে ছুটে চলে।

 

ধন্য আজো সে আঙ্গুলের
সেই সে যাদুকর
ধন্য তুমি জাতির পিতা
মুক্তির মুজিবর।

Print Friendly

Related Posts