আহমেদ শেহজাদ নিষিদ্ধ হচ্ছেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আহমেদ শেহজাদকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করতে চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডোপ টেস্টে পজিটিভ হবার কারণে ২৬ বছর বয়সী এই ওপেনারের বিপক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে দ্য একপ্রেস ট্রিবিউন।

আজ সোমবার দেশটির প্রভাবশালী এই গণমাধ্যমের দাবি, দুই-একদিনের মধ্যেই শেহজাদকে নিষিদ্ধ করার ঘোষণাটি দিতে যাচ্ছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।  চলতি বছরের মে মাসে ঘরোয়া আসর পাকিস্তান কাপ টুর্নামেন্টে ডোপ টেস্টে করা হয় শেহজাদের। পরের মাসে সেটি পজিটিভ ধরা পড়ায় অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বাইরে রাখা হয় ডান-হাতি এই ব্যাটসম্যানকে। ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়ে এই তারকার বিরুদ্ধে।

দ্য একপ্রেস ট্রিবিউনের জানায়, একই ঘটনা দ্বিতীয়বার ঘটালে এই শাস্তির পরিমাণ বেড়ে ২ বছর হতে পারে। আর এমন ঘটনা তৃতীয়বার ঘটলে পিসিবির পক্ষ থেকে আজীবনের জন্য নিষেধাজ্ঞাও আসতে পারে। গেলো জুনে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জার্সিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেন শেহজাদ। ২০০৯ সালে অভিষেক হবার পর ৮১ ওয়ানডে, ১৩ টেস্ট এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন এই হার্ড-হিটার ব্যাটসম্যান।

Print Friendly

Related Posts