মতলব উত্তরে ১০ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা,’ এ স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ শুরু হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকার সময় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। উদ্বোধন শেষে মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল আলম জজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, মতলব উত্তর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম (কম) মো. খালিদুজ্জামান, প্যানেল মেয়র আলহাজ¦ রুহুল আমিন মোল্লা, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সুবহান সরকার সুভা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মো. খুরশীদ আলম, সাধারন সম্পাদক জিএম ফারুক, আওয়ামীলীগ নেতা অলি উল্লাহ সরকার, ছেঙ্গারচর পৌর যুবলীগের সভাপতি জাকির খান, পৌর আওয়ামীলীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ’সহ কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

১ সেপ্টেম্বর শনিবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আরো সময় বাড়তে পারে। মেলায় ১২ টি ষ্টলে দেশী-বিদেশী প্রায় ২০০ প্রজাতির ফল গাছের চারা উঠেছে বলে জানান কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।

Print Friendly

Related Posts