পথ দুর্ঘটনা রুখতে বাই-কনভেক্স আয়না

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কলকাতার নিউ টাউন এলাকায় দুর্ঘটনা রুখতে এবার বাই কনভেক্স আয়না বসাল নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি৷ অ্যাকশান এরিয়া এবং নিউ টাউন বিজনেস ক্লাবের সামনে মোট তিনটি আয়না বসানো হয়েছে ৷ এই আয়নাগুলোর সাহায্যে চালক অপর দিক থেকে আসা গাড়িটি কে টার্নিং নেওয়ার আগেই দেখতে পারবে যার ফলে দুর্ঘটনা খুব সহজেই এড়াতে পারবেন চালকেরা ৷

এই এলাকায় গাড়ির চাপ না হলেও এখানে যে ভাবে রাস্তাটা ঘুরেছে চালকেরা উল্টোদিক থেকে আসা গাড়ি দেখতে পেতেন না ৷ অনেকদিন ধরেই চালকেরা এই সমস্যার কথা জানাচ্ছিলেন৷ এনকেডিএ তাদের সমস্যার কথা জানতে পেরে এই উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে ৷ এর আগেও একাধিকবার পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল এনকেডিএ-র কর্তারা ৷

এনকেডিএ-র এক কর্তা জানান, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রোগ্রামের আওতায় পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আমরা ৷ এই বিশেষ আয়না বসানোর বিষয়টি এই উদ্যোগেরই অংশ৷” এখানে চালকেদের গাড়ি চালানোর ক্ষেত্রে অসুবিধের কথা জানতেই এনটিডিএ একটি রিসার্চ শুরু করে ৷ বাই কনভেক্স আয়নাই একমাত্র সমাধানের উপায় বলে মনে করেন আধিকারীকেরা ৷ তারপরেই এই বিশেষ ধরনের আয়না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷

এই বিশেষ ধরনের আয়না বসানোতে নিউ টাউনবাসীদের অনেকটাই সুবিধে হয়েছে বলে জানিয়েছেন তারা ৷ দুর্ঘটনা রোখা অনেকটাই সহজ হয়েছে ৷

Print Friendly

Related Posts