শাস্ত্রী বলিউড অভিনেত্রীর প্রেমে পড়লেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ক্রিকেট ও বলিউডের রোমান্স নতুন নয়৷ অতীতে শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি থেকে বর্তমানে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা৷ দুই ক্ষেত্রেই রোমান্স বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়িয়েছে৷ কিন্তু ক্রিক-বলি রোমান্সে এমন অনেক উদারণ রয়েছে, যেগুলো চারহাত এক হয়নি৷ বলিউড অভিনেত্রী সঙ্গে ক্রিকেটারের প্রেমের নতুন সংযোজন রবি শাস্ত্রী ও নিমরতে করের রোমান্স৷

শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ তথা বিরাট কোহলিদের ‘হেডস্যার’ তাঁর থেকে ২০ বছরের ছোট বলিউড অভিনেত্রীর সঙ্গে ডেটিং করছেন৷ লাঞ্চ বক্স ও এয়ারলিফটের ছবি নায়িকা নিমরতের বয়স ৩৬৷ আর প্রক্তন ভারতীয় ব্যাটসম্যান শাস্ত্রীর বয়স ৫৬৷ এই দু’জনের রোমান্স এখন নাকি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷

দীর্ঘদিন ধরেই তাঁর পত্নী রীতুর থেকে আলাদা থাকেন শাস্ত্রী৷ বলিউড অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শাস্ত্রীর সঙ্গে নাকি গত বছর ধরে গোপনে ডেটিং করছেন নিমরত৷ আটের দশকে জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে শাস্ত্রীর প্রেমকাহিনী কারোর অজানা নয়৷ শোনা যায়, দু’জনের এনগেজমেন্টও নাকি হয়ে গিয়েছিল৷ কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি৷ শাস্ত্রী-অমৃতার প্রেম কাহিনী সামনে এসেছিল একটি ম্যাগাজিনের কভার পেজে আসার পর৷

শোনা যায়, কেরিয়ারের কথা ভেবে শাস্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি অমৃতা৷ কারণ শাস্ত্রী চেয়েছিলেন অভিনয় ছেড়ে হাউজওয়াইফ হয়ে থাকবেন অমৃতা৷ কিন্তু তখনই কেরিয়ার ছেড়ে বাড়ির বউ ও সন্তানের মা হতে রাজি হননি অভিনেত্রী৷ তাই ১৯৮৬ এনগেজমেন্ট হলেও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি শাস্ত্রী-অমৃতার প্রেম৷ পরে অর্থাৎ ১৯৯০ রীতুকে বিয়ে করেন শাস্ত্রী৷ আর পরের বছর বলিউড অভিনেতা তথা পতৌদি-শর্মিলা পুত্র সইফ আলি খানকে বিয়ে করেন অমৃতা৷ পরে যদিও দু’জনের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়৷ সেই শাস্ত্রী আবার বলিউড অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷

যদিও এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন শাস্ত্রী৷ রবিবারই তাঁর কোচিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খুঁইয়েছে ভারত৷ পাঁচ টেস্টের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ১-৩ সিরিজ হেরে গিয়েছে টিম কোহলি৷ দীর্ঘ আড়াই মাসের ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজ জিতলেও শাস্ত্রীর কোচিংয়ে ভারত হেরেছে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ৷ গত বছর অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে ভারতীয় দলের কোচের দায়িত্ব হাতে পান শাস্ত্রী৷ তাঁর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারল টিম কোহলি৷

Print Friendly

Related Posts