থানায় ঢুকে মহিলা পুলিশ কনস্টেবলকে গণধর্ষণ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মহিলা থানার মধ্যে ঢুকে মহিলা পুলিশ কনস্টেবলকে গণধর্ষণ করল দুষ্কৃতীরা৷ ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার ফরিদাবাদের পালওয়ালে৷

হরিয়ানা সরকার বেশ কয়েক বছর ধরেই নারী নির্যাতন ঠেকাতে চালু করেছে মহিলা থানা৷ এই সব থানাগুলি মূলত ধর্ষণ, পারিবারিক অত্যাচারের তদন্ত করে৷ সেরকম একটি মহিলা থানা রয়েছে পালওয়ালে৷ পালওয়াল মহিলা থানার হেড কনস্টেবলই গণধর্ষণের শিকার হলেন৷

মাথায় ছুরি দেখিয়ে ওই মহিলা হেড কনস্টেবলকে দুই দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে এই বিষয়ে জানালে বা পুলিশে অভিযোগ দায়ের করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা। ওই মহিলার অভিযোগ গত চার বছর ধরে ওই দুই দুষ্কৃতীর মধ্যে একজন তাঁকে লাগাতার ধর্ষণ করে আসছে৷ প্রাণের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল তাঁকে৷

ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

মহিলা থানার স্টেশন ইনচার্জ কমলা দেবী জানান, পালওয়ালের আলাভালপুর গ্রামের বাসিন্দা যোগেন্দর আকা মিন্টোই মূল অভিযুক্ত৷ যদিও সে এখন পলাতক৷ এই মিন্টোই নির্যাতিতাকে গত চার বছর ধরে ধর্ষণ করছে৷ নির্যাতিতার পরিবারকে নানাভাবে হেনস্থা করেছে৷ নির্যাতিতার বয়ান অনুযায়ী ওই লোকটির সাথে ২০১৪ সালে বাসে তাঁর দেখা হয়৷ তখন তিনি মহেন্দ্রগড় থানায় কর্মরত৷ তারপর থেকেই বিভিন্ন ভাবে তাঁকে যৌন নির্যাতন করত ওই ব্যক্তি৷

পরে যখন পালওয়ালে ওই মহিলা বদলি হয়ে আসেন, তখন নির্যাতনের মাত্রা আরও বাড়ে৷ মিন্টো ও তার ভাই তোসরাজ মিলিত হয়ে ধর্ষণ করে তাঁকে৷ মহিলার শারীরিক পরীক্ষার পর অভিযোগ দায়ের করা হয়েছে৷

সূত্র:কলকাতা২৪

Print Friendly

Related Posts