জিতের ঘর আলো করে এলো নতুন খুদে সদস্য

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জিতের বাড়িতে ঘর আলো করে এলো নতুন খুদে সদস্য৷ যার সঙ্গে খেলায় মজেছেন জিত৷ খাটের ওপর চুপটি করে শুয়ে সে৷ জিত তার সঙ্গে কথা বললেই সারা দিচ্ছে মাঝ মধ্যে৷ সেই ছোট্ট সদস্য জিতের খুব আপন৷ দিদি হয়ে গেল জিতের মেয়ে৷ জিতের সন্তান নয়, অন্য কারও সন্তানের সঙ্গে খেলছেন জিৎ৷ অন্য ঘর থেকে জিতের মেয়ে তাঁকে ডাকলে, শিশুটিকে জিৎ বললেন, “ওটা তোমার দিদি৷” এই নতুন ভিডিও বেশ মনে ধরেছে ফ্যানেদের৷

খুদে সদস্যর সঙ্গে জিতের এই খেলা নেটিজেনের ফেভারিট৷ ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “ব্লিস! বিউটিফুল মোমেন্টস”৷ প্রসঙ্গত, তিন সময়ের তিন অভিনেতা প্রসেনজিৎ, জিৎ এবং সোহমকে একই ছবিতে পেতে চলেছে সিনেপ্রেমীরা৷ ছবির নাম ‘বাঘ বন্দি খেলা’৷ চমক এখানেই শেষ নয়৷ এ ছবির পরিচালক একজন নন৷ তিনজনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি৷ রাজা চন্দ, সুজিত মণ্ডল এবং হরনাথ চক্রবর্তী৷ ছবিতে তিনজন নায়ক থাকলেও তাঁরা একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না বলেই জানা গিয়েছে৷

তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি হবে এই ছবি৷ তিনটি গল্পের শিরোনাম নিয়েই ঠিক করা হয়েছে ছবির টাইটেল৷ প্রথম গল্পের নাম ‘বাঘ’৷ দ্বিতীয় গল্পের নাম ‘বন্দি’৷ এবং শেষ গল্পটি হল ‘খেলা’৷ তিনটি আলাদা গল্পকে পরিচালনা করবেন তিনজন পরিচালক৷প্রথম গল্প ‘বাঘ’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা চন্দ৷সেই গল্পের নায়ক নায়িকা হলেন জিৎ এবং সায়ন্তিকা৷

দু’জনের গল্প দিয়েই শুরু হবে সিনেমার প্রথম পর্ব৷ তাঁদের পর্বটি শেষ হবে একটি বিয়ের আসরে৷ সেখান থেকে শুরু হবে নতুন একটি গল্পের৷ অর্থাৎ ‘বন্দি’র৷ সোহম এবং শ্রাবন্তীর কেন্দ্র করে এগোবে এই কাহিনি৷এই গল্পের পরিচালক সুজিত মণ্ডল৷বিয়ের আসরের দৃশ্য থেকে শুরু হবে সোহম এবং শ্রাবন্তীর গল্প৷ যেখানে অথিতি হিসেবে উপস্থিত থাকবেন তাঁরা৷

বিয়েবাড়িতে ছবি তোলাটা সাধারণ ব্যাপার৷ কিন্তু এই সাধারণ ঘটনাই বিপদ হয়ে দাঁড়াবে তাঁদের জীবনে৷ ভুলবশত এমন কিছু ছবি সোহম এবং শ্রাবন্তী তুলে ফেলে যার কারণে এই জুটিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়৷ সেই বিপদ এমন চেহারা নেয় যে তাঁরা কলকাতা ছেড়ে বারাণসীতে গিয়ে গা ঢাকা দেয়৷ এই প্লটটিতে অভিনয় করেছেন ভরত কল৷ তিনি একজন সাংঘাতিক ভিলেনের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে৷ এবং একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে৷‘বন্দি’ গল্পটি শেষ হবে একটি আদালতের দৃশ্য দিয়ে৷ যেখান থেকে শুরু হবে শেষ গল্প ‘খেলা’৷

আদালতের দৃশ্য থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে একজন আইনজীবির চরিত্রে৷ প্রসেনজিৎ ছাড়াও এই গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, ঋত্বিকা সেন, অয়ন ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতারা৷হরনাথ চক্রবর্তী রয়েছেন এই গল্পের পরিচালনার দায়িত্বে৷

Print Friendly

Related Posts