এএইচএম নোমান আমেরিকায় ‘বিশ্ব ধাত্রীবিদ্যা ও নবজাতক পরিচর্যা কংগ্রেসে’ যোগ দিবেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত ‘৩য় বিশ্ব ধাত্রীবিদ্যা ও নবজাতক পরিচর্যা কংগ্রেসে’ বাংলাদেশ থেকে যোগ দিবেন বেসরকারী সংস্থা ‘ডর্‌প’ এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর শিকাগোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগ দিতে ডরপ নির্বাহী পরিষদের সহ-সভাপতি ডা. রাজিয়া বেগমসহ জনাব নোমান সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে গেছেন।

সম্মেলনে এএইচএম নোমান ‘নবজাতক পরিচর্যা একটি সামষ্টিক এপ্রোচ: বটমলাইন মডেল-বাংলাদেশ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।

এ ছাড়া তিনি সম্মেলনে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সহায়তা এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে ডরপ উদ্ভাবিত ও সরকার কর্তৃক ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচি বাস্তবায়ন ও ফলাফল উপস্থাপন করবেন এবং বিশ্বের দরিদ্র দেশে এর কার্যকর বাস্তবায়নের আহবান রাখবেন।

সম্মেলন শেষে কানাডার টরেন্টোতে জনাব নোমান বিভিন্ন উন্নয়ন সংগঠন এবং ওয়ার্ল্ড কনসটিটিউশন এন্ড পার্লিয়ামেন্ট এসোসিয়েশন-ডব্লিউসিপিএ সভায় যোগ দিবেন।

Print Friendly

Related Posts